পাল্টে দিন আপনার পুরোন Start বাটন

রবিবার, ২৭ ডিসেম্বর, ২০০৯

আজকে এসেছি একটি নতুন ফান সফট নিয়ে যা দিয়ে আপনি আপনার Windows এর Start বাটন এর যায়গায় যেকোন কিছু লিখতে পারবেন। এর জন্য আপনাকে এখান থেকে সফটওয়ার টা ডাউনলোড করতে হবে। ব্যাস তারপর চালিয়ে দেন। এবং নিচের বক্সে আপনার পছন্দের নাম দেন। এর পর Rename It! বাটনে ক্লিক করেন। দেখবেন আপনার Start বাটনের নাম পালটে গেছে। সবচেয়ে বড় কথা এটি পোর্টেবল।

চায়না মোবাইলে যেভাবে GPRS সেটিংন্স করতে হয়

মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০০৯

চায়না মোবাইলে GPRS সেটিংন্স ডিফল্ট ভাবে করা থাকে না বা সহজেও করা যায় না।অনেক সময় এ ব্যাপার নিয়ে অনেক সমস্যা দেখা দেয়।তাই আজ আমি এই ব্যাপারে কিছু তথ্য নিয়ে এসেছি।তবে সেটা আমার কাছে ইংলিশ এ লেখা আছে।তাই নিচে Document ফাইল টা ডাউনলোড এর লিঙ্ক দেয়া হল।ফাইল টা মাত্র ৩১ KB।

ডাউনলোড

একটি নতুন এন্টিভাইরাস-ফ্রীওয়ার (জটিল এন্টিভাইরাস)

আমি আজকে এসেছি একটি নতুন এন্টিভাইরাস নিয়ে।এটা একটি FREEWARE।তাই এতে patch বা serials এর কোন ঝামেলা নেই।আর আমি সব এন্টিভাইরাস ব্যবহার করে দেখেছি  কিন্তু এর মত এত সুবিধা আর কোথাও পাই নাই।এটা COMPUTER স্লো করে না।শুধু এর একটি সমস্যা আর তা হল এর নিজস্ব Firewall নেই।তাই Windows এর Firewall টা অন করে রাখতে হবে।এটা নরমাল এন্টিভাইরাস এর মত সব করতে পারে।
এন্টিভাইরাস টার নেম Rising Antivirus।ডাউনলোড লিঙ্ক নিচে দেয়া আছে।কেমন হল জানাবেন।

ডাউনলোড

কিছু মজার FLASH Games (ফান টিউন)

রবিবার, ২০ ডিসেম্বর, ২০০৯

এটা আমার িদ্বতীয় টিউন।আজ আমি এসেছি কিছু মজার FLASH GAMES নিয়ে।এর মাঝে যেসব GAME আছে তার নাম নিম্নে দেয়া হল-

১। Be The Slayer
২। Cosmo Pilot
৩। Dice Move
৪। Donkey Kong
৫। U-Force
৬। V-Force
৭। Alien Terminator
৮। Hexxagon
৯। TGFG Race Game
১০। Kore Karts (রেসিং গেম)

এই সব গেম ডাউনলোড করা যাবে এখান থেকে।

রাজকীয় খেলা বিলিয়ার্ড

রাজকীয় খেলা বিলিয়ার্ড। বিলিয়ার্ড এখন অনেকের জনপ্রিয় একটা খেলা। বিশ্ব জয় করে এখন বাংলাদেশের অলি গলিতে। যদিও এই খেলাটি খুব ব্যায়বহুল তার পরে ও খুব জনপ্রিয় খেলাটি। কারন একদিকে fashion আর একদিকে সময় কাটানো, খুব মজার একটি খেলা। আমার খুবি ভালো লাগে এই খেলাটি। এক কথায় বলতে পারেন এটি আমার প্রিয় খেলার মধ্য একটা। এই খেলাটি খেলতে হলে আপনাকে আর বাহিরে যেতে হবে না। খেলতে পারবেন আপনার পিসিতে। খেলার ধরন অনেকটাই কেরাম খেলার মত। কেরাম খেলতে হয় হাত দিয়ে, আর বিলিয়ার্ড খেলতে হয় লাঠি দিয়ে। সবকটি অপারেটিং সিস্টেমে খেলতে পারবেন। গেমটি মাত্র ১১.৭ মোগাবাইট। ডাউনলোড করবেন এই লিংক থেকে।

নকিয়া এর BOUNCE গেমের চিটকোড ২

শনিবার, ১৯ ডিসেম্বর, ২০০৯

অনেক সময় বাউন্স গেমে র কোন কোন লেভেল খেলতে ভাল লাগে না।তখন ঐ লেভেল বাদ দেয়ার জন্য যা করতে হবে তা নিচে দেয়া হল

১। গেমে গিয়ে নিউ লেভেল সিলেক্ট করতে হবে
২। তারপর ৭৮৭৮৯৫৯৫ টিপতে হবে
৩। এরপর দেখুন মজা
৪। পরে কোন লেভেল বাদ দিতে শুধু ৯৫ টিপতে হবে

কেমন লাগছে কমেন্ট করবেন
 উৎসঃ টেকটিউনস

নকিয়া এর BOUNCE গেমের চিটকোড ১

যদি আপনি বাউন্স গেমে অমর হতে চান তবে নিচের স্টেপ গুল ফোল করতে হবে-

১। কোন গেমে ঢুকে ৭৮৭৮৯৮ টিপ্তে হবে
২। তারপর দেখুন মজা

উৎসঃ টেকটিউনস